Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Training Admission Notice
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপ-পরিচালকের কার্যালয়

মহিলা বিষয়ক অধিদপ্তর,জামালপুর।

 

স্মারক নং: ৩২.০১.৩৯০০.০০১. ১১.০৯৯.১৮-৭৩                                               তারিখঃ ০৩ /০২/২০১৯ খ্রিঃ ।

 

                                     প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি

 

            সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে আইজিএ প্রকল্পের আত্ম র্নিভরশীল ও দক্ষ মানব সম্পদে রুপান্তরের লক্ষ্যে জামালপুর জেলার  উপ-পরিচালকের কার্যালয়ে  মার্চ/২০১৯ থেকে মে/২০১৯ পর্যন্ত ৩ মাস মেয়াদী মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ট্রেডে ৩য় ব্যাচে ৩০ (ত্রিশ) জন মহিলা প্রশিক্ষণার্থী ভর্ত্তির  নিমিত্তে নিন্মোক্ত শর্তাবলী সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

 

   শর্তাবলীঃ

১। আবেদনকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ শ্রেণী পাশ হতে হবে । শিক্ষাগত যোগ্যতার সনদ প্রধান শিক্ষক / গেজেটেড অফিসার    

    কর্তৃক সত্যায়িত হতে হবে।

৩। গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

৪। ভর্তির সময় বয়স নূন্যতম -১৮- ৪০ বছর হতে হবে।

৫। পৌরসভা/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব  সনদ, জন্মসনদ, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি    

   আবেদন পত্র জমা দিতে হবে।

৬। দুঃস্থ/ বিধবা /তালাকপ্রাপ্তা/ স্বামী পরিত্যক্তা /নির্যাতিত মহিলা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অগ্রধিকার দেওয়া    

     হবে।

৭। আগামী  ১৪/০২/২০১৯ খ্রিঃ পর্যন্ত আবেদন ফরম প্রদান করা হবে ও পূরনর্কৃত আবেদন  ১৭/০২/২০১৯ খ্রিঃ তারিখ পর্যন্ত     

    অফিস চলা কালীন সময়ে জমা নেয়া হবে।

৮। অফিস চলাকালীন সময়ে অত্র অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করা যাবে।

৯। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন পত্র গ্রহন করা যাবেনা।

১০। ১০০/- (একশত)করে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে দৈনিক হাজিরার ভিত্তিতে (বাজেট প্রাপ্তি সাপেক্ষে) ।

১১। আগামী ২০/০২/২০১৯খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় উপ-পরিচালকের কার্যালয় জামালপুর এর অফিস কক্ষে     

     সাক্ষাৎকার গ্রহন করা হবে।

১২। অত্র অফিসের নোটিশ বোর্ডে ফলাফল জানা যাবে।

১৩। কমিটির সিদ্দান্ত চুড়ান্ত বলে গন্য হবে।                 

 

 

 

                                                                                                                   (মছিরুন নেছা)

                                                                                                                  উপ -পরিচালক

                                                                                                            মহিলা বিষয়ক অধিদপ্তর,

                                                                                                                     জামালপুর।

Attachments
Publish Date
03/02/2019
Archieve Date
26/02/2019