এতদ্বারা সর্বসাধারণের ( মহিলাদের ) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ,জেলা পর্যায়ে আইজিএ প্রকল্পের আত্মনির্ভরশীল দক্ষ মানব সম্পদে রুপান্তরের লক্ষ্যে জামালপুর জেলার উপপরিচালকের কার্যালয়,মহিলা বিষয়ক অধিদপ্তর, জামালপুর এর আইজিএ (২য় সংশোধিত) প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ‘’ ২০২২ - ২০২৩ অথ বছরের ফে: /২৩ হতে মার্চ/২২ পর্যন্ত (শুক্র ও শনিবার সহ ৬০ ক্লাশটি) কম্পিউটার ও মোবা্ইল সার্ভিসিং এন্ড রিপিয়ারিং ৩০+৩০=৬০ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। উক্ত প্রশিক্ষণে ভর্তি হতে ইচ্ছুক মহিলাগনকে নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
শর্তাবলীঃ
১। আবেদনকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ শ্রেণী পাশ হতে হবে । শিক্ষাগত যোগ্যতার সনদ প্রধান শিক্ষক / গেজেটেড
অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
৩। গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
৪। ভর্তির সময় বয়স নূন্যতম -১৮- ৪৫ বছর হতে হবে।
৫। পৌরসভা/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জন্মসনদ, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত
ফটোকপি আবেদন পত্র জমা দিতে হবে।
৬। দুঃস্থ/ বিধবা /তালাকপ্রাপ্তা/ স্বামী পরিত্যক্তা /নির্যাতিত মহিলা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অগ্রধিকার
দেওয়া হবে। প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের আবেদন করার প্রয়োজন নাই।
৭। আগামী ২৪/০১/২০২৩ খ্রিঃ হতে ২৮/০১/২০২৩ খ্রি. পর্যন্ত online(iga.dwa.gov.bd) আবেদন ফরম গ্রহণ করা হবে ।
(অফিস চলা কালীন সময় জমা নেয়া হবে)
৮। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন পত্র গ্রহন করা যাবেনা।
১০। প্রশিক্ষণ ভাতার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
১১। আগামী ৩০/০১/২০২৩খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় উপ-পরিচালকের কার্যালয় ,জামালপুর এর অফিস
কক্ষে সাক্ষাৎকার গ্রহন করা হবে।
১২। অত্র অফিসের নোটিশ বোর্ডে ফলাফল জানা যাবে।
১৩। কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস